স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দেশের বিভিন্ন জেলা সদর হাসপাতাল, সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, বিশেষায়িত হাসপাতাল, পুলিশ-বিজিবি হাসপাতাল ও সিএমএইচ এবং বক্ষব্যাধি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।
টিকা প্রদানকারী প্রতিটি টিমে ছয়জন করে সদস্য থাকবেন। এর মধ্যে দু’জন টিকা পুশ করবেন, তাদের সহযোগিতা করবেন চারজন স্বেচ্ছাসেবক। টিকাদানকারি টিমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ মাসেই প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে। ১২ ও ১৩ জানুয়ারি জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৬ ও ১৭ জানুয়ারি জাতীয় পর্যায়ে উন্নয়ন সহযোগী সংস্থার মাঠ পর্যায়ের প্রশিক্ষক এবং ১৮ ও ১৯ জানুয়ারি জাতীয় পর্যায়ে জেলা প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ডেপুটি সিভিল সার্জন, এমওসিএস অথবা এমওডিসি এবং ইউএইচএফপিওদের প্রশিক্ষণ দেওয়া হবে।