বিনোদন ডেস্ক: ইতিমধ্যে দাম্পত্য জীবনের দুবছর পার করেছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর নিক জোনাসকে বিয়ে করার পর আমেরিকায় স্থায়ী হন তিনি। মাঝে মধ্যে আসেন ভারতে।
সম্প্রতি স্বামী সংসার নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী সর্ম্পকে নতুন তথ্যও দিয়েছেন গণমাধ্যমকে। বছর দশেকের ছোট নিককে বিয়ের করা নিয়ে কম বিতর্ক হয়নি তখন। আবারও বলেছেন, বয়সের ব্যবধান কখনও তাদের সর্ম্পকের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। স্বামী নিক জোনাসকে নিয়ে বেশ খুশি আছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বলেন, অন্য অনেক কাপলদের মতো পারস্পরিক সমঝোতা থাকাটা জরুরি। একে অন্যের ভালোলাগা, খারাপ লাগা, অভ্যাসকে সম্মান করতে হবে। উল্টো দিকের মানুষকে চেনা বা বোঝা খুবই রোমাঞ্চকর একটা বিষয়। কিন্তু সেটা পথটা কখনই কঠিন নয়।
তিনি জানিয়েছেন কোয়ারেন্টাইন পর্বে অনেকটা কাছাকাছি আসতে পেরেছেন তারা। তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকাকালীন আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পেরেছি। যেটা আমার কাছে একটা বিরাট পাওয়া। কারণ আমাদের কাজ, কেরিয়ারের ব্যস্ততার জন্য এতটা সময় একসঙ্গে কাটাতে পারি না।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করতে চান না তিনি। তার ভাষায়, ‘আমার পক্ষে যতগুলি সম্ভব, ততগুলি সন্তানই নিতে চাই।’
এর আগেও এ কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ‘বাচ্চা আমার ভালো লাগে।’
একটি ক্রিকেট টিম? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আই এম নট শিউর।
তবে আপাতত সন্তান নিয়ে ভাবছেন না প্রিয়াঙ্কা। কাজে আরও মনোযোগী হতে চান তিনি।
জার্মান সিনেমা ‘এসএমএস ফর ডিচ’-এর ইংরেজি রিমেক ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের একটি হলিউডে সিনেমার অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। সোফি ক্রামারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ‘এসএমএস ফর ডিচ’ সিনেমাটি। আর ‘টেক্সট ফর ইউ’র চিত্রনাট্য ও পরিচালনা করছেন জিন স্ট্রাস।
সূত্র: ইউএস ম্যাগাজিন