ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার সদর উপজেলায় রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের সময় লরিচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাইলাটি ইউনিয়নের মৌজে বালি গ্রামের রেইন্টিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- এমদাদুল হক (৩০) ও সেলিম মিয়া (৩৭)। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌজে বালি গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনা-মদন সড়কের পাশে খড়কুটো, কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন কয়েকজন। এসময় বালুবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে এমদাদুল ও সেলিম ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন।
নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, লরিচাপায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।