পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. মানুষের পায়ে ২৬টি হাড় থাকে!
২. অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনও কচ্ছপ নেই!
৩. বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট প্রতিদিন সকালে ম্যাকডোনাল্ডসের একটি একের ভিতর তিন) আইটেম দিয়ে নাস্তা করেন, আর এর জন্য তার খরচ হয় মাত্র ৩.১৭ ডলার!
৪. সাইকোপ্যাথরা সবসময় তাদের কর্মকাণ্ডের শুধুমাত্র ইতিবাচক পরিণতি নিয়ে চিন্তা করে, এ সময় কাজের নেতিবাচক প্রভাব সম্পর্কে তাদের কোনও ধারনা থাকে না!
৫. ডিজনি ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিস্ফোরক ক্রেতা, আর প্রথম ক্রেতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ!
৬. নরম চিজের চেয়ে শক্ত চিজ অনেক বেশিদিন ভাল থাকে!
৭. ২০১৩ সালে অস্ট্রিয়াতে ১৯ জন জীবিত পুরুষের রক্ত পরীক্ষা করে দেখা যায় তারা ‘অটজি দ্যা আইসম্যান’র (Ötzi the Iceman, অটজি, যাকে আইসম্যানও বলা হয়। একজন মানুষের প্রাকৃতিক মমি যিনি খ্রিস্টপূর্ব ৩৪০০ থেকে ৩১০০ এর মধ্যে অস্ট্রিয়া এবং ইতালির সীমান্তে বাস করতেন) সরাসরি বংশধর হিসেবে আবিষ্কার করা হয়!
৮. কলা’র ল্যাটিন নাম হচ্ছে ‘মুসা সেপিয়েন্টাম’ যার অর্থ হচ্ছে, ‘জ্ঞানী মানুষের ফল’!
৯. প্রতি বছরের ৩ জুলাই হচ্ছে, ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’ (International Plastic Bag Free Day) হিসেবে পালন করা হয়!
ভবিষ্যতে ভালোর জন্য নিজেদের জীবন অভ্যাসে সামান্য পরিবর্তন আনার জন্য এই দিনটি উদযাপন করা হয়!
১০. ১৯০৭ সালে বোস্টনের সৈকতে শুধুমাত্র সুইমিং কস্টিউম পরার কারণে এক নারীকে গ্রেফতার করে পুলিশ!
১১. ধূমকেতুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়!
১২. কঙ্গোর একটি ফ্লাইটের ডুফেল ব্যাগ থেকে একটি কুমির বের হয়ে পড়ে। এতে যাত্রীরা ভয় পেয়ে বিমানের পিছে চলে যায়, একারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়ে একজন যাত্রী বাদে বাকিরা নিহত হন!
১৩. প্রতি বছরের ৫ আগস্ট ‘জাতীয় আন্ডারওয়্যার দিবস’ (National Underwear Day) হিসাবে পালন করা হয়!
এইদিন নতুন ধরণের কিছু অন্তর্বাস সংগ্রহ করে এগুলোয় কিছু পছন্দের কাপড়ের টুকরো সেলাই করে দেয়া হয়, এতে নাকি বিছানায় নিজের আত্মবিশ্বাস বাড়ে!
১৪. সেভেন আপের প্রতি মানুষের আগ্রহ কমাতে কোকো কোলা কোম্পানি স্প্রাইট তৈরি করে!
১৫. ‘হোয়াইট’ (সাদা,white) শব্দটি ইন্দো-ইউরোপীয় মূল ‘কিউইট’ (kweit) থেকে এসেছে, আর ‘কিউইট’ মানে হচ্ছে ‘জ্বলজ্বল’ (to shine)!