ডেস্ক রিপোর্ট: ভারতজুড়ে বার্ড ফ্লুর নতুন একটি স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। ভারতের মিডিয়া এবং সরকারি কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত দেশটির নয়টি রাজ্যে ভাইরাসটির নতুন স্ট্রেইনের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। অন্যান্য রাজ্যগুলোতেও নতুন ধরনের এই বার্ড ফ্লু পৌঁছে গেছে কিনা সে বিষয়ে টেস্টের ফলাফলের পরই নিশ্চিত হওয়া যাবে।
ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, সর্বশেষ ভাইরাসটির নতুন স্ট্রেইনের খোঁজ পাওয়া গেছে রাজধানী নয়া দিল্লি এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে।
নয়া দিল্লিতে প্রায় ২০০ পাখির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিলো কাকের মৃতদেহ। এরপরই দিল্লির সবচেয়ে বড় পোলট্রি মার্কেট ঘাজিপুর বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির রাজধানীতে অবস্থিত পার্ক, জলাশয়, খাল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্যে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার মহারাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন গত দুই দিনে মহারাষ্ট্রে কমপক্ষে আট শতাধিক মুরগীর মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত পারভানি জেলার কালেক্টর দীপক মাধুকর মুগলিকার এনডিটিভিকে বলেছেন, “মুরগীগুলোর মৃতদেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। রিপোর্টে সেগুলোতে বার্ড ফ্লুর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।”
জেলা কালেক্টর দীপক বলেন, “মৃত মুরগীগুলো জেলার মুরুম্বা গ্রামের ফার্ম থেকে উদ্ধার করা হয়েছে। গ্রামটির আটিটি পোলট্রি ফার্মে আট হাজারের উপর মুরগী রয়েছে।”
বার্ড ফ্লুর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ফার্মগুলোতে থাকা সব মুরগী মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চারটি বনমোরগ এবং দুটি টিয়া পাখির মৃত্যুর পর রোববার উত্তর প্রদেশের কানপুর শহরের একটি চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
কানপুর জেলার প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তা আর পি মিশ্র জানান, রোববার রাতে আসা রিপোর্টে চিড়িয়াখানার মৃত পাখিদের দেশে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
তিনি বলেন, চিড়িয়াখানাটিকে সংক্রামক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বার্ড ফ্লুতে মৃত পাখিদের সাথে থাকা অন্যান্য পাখিগুলো মেরে ফেলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
চিড়িয়াখানার দশ কিলোমিটার ব্যাসার্ধে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার পোল্ট্রি ফার্ম এবং মার্কেটগুলোতে করা নজর রাখা হচ্ছে।
এর আগে কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাট রাজ্যে বার্ড ফ্লুর উপস্থিতি নিশ্চিত করে ভারতের কেন্দ্রীয় সরকার।