স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে ৩৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল এখন ঢাকায়। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ওয়ানডে সিরিজে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাধারণত দুপুর দেড়টা বা আড়াইটায় খেলা শুরু হয়ে থাকে। তবে এবার ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টা থেকে। অনেক বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিসিবি প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী।
পূর্বের সূচি অনুযায়ী, প্রতিটি ম্যাচই ছিল ডে-নাইট। শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়। তবে সেই সময়কে ৩ ঘণ্টা এগিয়ে এনে বেলা সাড়ে ১১টায় করা হয়েছে। ম্যাচের সময় পরিবর্তনের পেছনের মূল কারণ হলো, সন্ধ্যায় শিশির খেলায় প্রভাব ফেলে। অক্টোবর-নভেম্বরে বিসিবি আয়োজিত সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সন্ধ্যা বেলায় শিশির প্রভাব ফেলেছিল।
তবে শিশিরের বিষয়টি সামনে না এনে এ বিষয়ে রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, অনেক বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাই ম্যাচের সূচিটা সেভাবেই করা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বেলা সাড়ে ১১টায়। অর্থাৎ প্রতিটি ম্যাচই অনেকটা ডে-ম্যাচের মতো হবে।
ওয়ানডে সিরিজ সামনে রেখে আগামী তিন দিনে দুবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। দুবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা তিন দিন পর অনুশীলন শুরু করতে পারবেন।