• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

বইমেলা হচ্ছে না ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
বইমেলা হচ্ছে না ফেব্রুয়ারিতে

করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলা-২০২১ (বইমেলা) হচ্ছে না। রোববার (১০ জানুয়ারি) রাতে এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। করোনা পরিস্থিতিতে মার্চেও মেলার আয়োজন সম্ভব হবে কি-না এ বিষয়েও কিছু জানাতে পারেননি তিনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, রোববার সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমিকে জানিয়েছে- ফেব্রুয়ারিতে মেলার আয়োজন সম্ভব নয়। কবে নাগাদ মেলার আয়োজন করা হবে সে বিষয়েও কিছু জানায়নি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অগ্রিম কিছুই বলা সম্ভব না। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত- ফেব্রুয়ারিতে মেলা হচ্ছে না।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেছেন, ফেব্রুয়ারি মাসে বইমেলা স্থগিত করার বিষয়ে তাঁরা এখনো চূড়ান্ত কিছু জানেন না।

তিনি আরো বলেন, দুই সপ্তাহ আগে আমরা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বসেছিলাম। ঐ সময় আমরা দাবী জানাই, ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুর দিকে যেন মেলার আয়োজন করা হয়। সে সময়ে তিনি আমাদের মৌখিক আশ্বাস দিয়েছেন। তবে সবকিছুই নির্ভর করছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর