আলিয়া ভাটের মনের উপর দিয়ে বয়ে যাচ্ছে কষ্টের বন্যা। শুক্রবার তার পোষ্য বিড়াল ‘শিবা’-কে হারিয়ে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শিবাকে শেষ বিদায় জানালেন আলিয়া। লিখলেন, ‘গুড বাই মাই এঞ্জেল।’

বরাবরই আলিয়ার খুব কাছের তার পোষ্যরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়, কাজের বাইরে বেশির ভাগ সময়টা তাদের সঙ্গে কাটাতো আলিয়ার। শিবাকে হারানো ঠিক যেন কাছের মানুষকে হারানোর মতোই কষ্টকর তার কাছে।
আলিয়ার পোস্টে শোকপ্রকাশ করেছেন ভূমি পেডনেকর, মৌনি রায়, জোয়া আখতার, ঈশা গুপ্ত এবং শিল্পা শেঠির মতো তারকারা।
কিছুদিন আগেই রাজস্থানে রণথম্বোরে পরিবার-সহ ছুটি কাটিয়ে এসেছেন রণবীর-আলিয়া। কিন্তু বাড়ি ফিরতেই আদরের শিবার চলে যাওয়ায় ফের আলিয়ার আকাশে মন খারাপের কালো মেঘ।