ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ধর্ষণ মামলার সাক্ষীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড় ব্রিকফিল্ড রোডের বায়তুল মুনাফ জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন – বায়তুল মুনাফ জামে মসজিদ এলাকার আবদুল লতিফের ছেলে মো. আলমগীর ও মৃত শেখ নুর আহাম্মদের ছেলে মাহবুব আলম।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গত ৩০ নভেম্বর ধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়া এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আকবরশাহ থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। মামলাটির ছায়া তদন্তে নেমে দুই আসামিকে শনাক্ত করে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।