• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকার সিদ্ধান্তকে সাধুবাদ জানান বাইডেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে সদ্য সাবেক প্রেসিডেন্টের উপস্থিত থাকার নিয়মটা আগে থেকেই চলে আসছে। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তার উত্তরসূরী ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না।

এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেন, আমি শুনলাম যে ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না। এটা ভালো সিদ্ধান্ত। খুব কম বিষয়ে আমরা (ট্রাম্প ও বাইডেন) একমত হয়েছি। এটা তার মধ্যে একটি।

বাইডেন আরও বলেন, তিনি (ট্রাম্প) দেশের জন্য বিব্রতকর, বিশ্বের জন্য বিব্রতকর। এই দায়িত্বে থাকার তার কোনো যোগ্যতা নেই।
মন্ত্রিসভার মনোনীত সদস্যদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ট্রাম্প লোক দেখানোর জন্য কিছু করছেন না। এটা খুব ভালো।

তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আনন্দ প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, মাইক পেন্সকে স্বাগত। আমরা সম্মানিতবোধ করছি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর