ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিতে না পারা এইচএসসি ও সমমানের অটোপাস পরীক্ষার্থীরা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করা যাবে। এর জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে ফল প্রত্যাশীদের।
ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত না হলেও শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। [HSC BoardName Roll 2020]
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বাতিল করা হয় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল।