• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

হাসপাতালে আগুনে পুড়ে ১০ নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের ভান্ডারি জেলার সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে পুড়ে ১০ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে।

দমকলর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়। তবে সাত শিশুকে জীবিত উদ্ধার করেছেন তারা।

জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ কান্ডাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্সরা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতকদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর