পাসপোর্ট সেবাকে আরও গতিশীল করার আহবান জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উত্তরায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্সে ডিআইপি ও ই-পাসপোর্ট কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি আহবান জানান। এসময় তিনি করোনা মহামারীতে পাসপোর্ট সেবা অব্যাহত রাখার জন্য কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমন্বয় সভায় মেজর জেনারেল আইয়ুব চৌধুরীর সভাপতিত্বে ডিআইপি কর্মকর্তারা ছাড়াও এতে সকল বিভাগীয় প্রধানরা অংশ নেন ও আঞ্চলিক অফিসের প্রধানরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
সভায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী তিনি বলেন, পাসপোর্ট সেবা গ্রহণকারীদের সকলকে নির্বিঘ্নে সেবা প্রদান করতে হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে এমআরপিকে ই-পাসপোর্ট দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে সক্ষম হব। বর্তমানে প্রতিদিন আমরা ছয় হাজার পাসপোর্ট প্রদানে সক্ষমতা অর্জন করেছি। এই সেবার মান আরো বাড়ানো হবে।
ই-পাসপোর্টর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বলেন, করোনাকালীন এই পরিস্থিতিতে পাসপোর্ট সেবা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। ই-পাসপোর্ট প্রদানের গতি আরো বাড়ানো হবে।