ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৭ নং ওয়ার্ডের সদস্য মো. আফজাল হোসেন এবং তার সহযোগী বিরুদ্ধে নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালালউদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে উপজেলার খাসনগর গ্রামে গৃহবধূর ঘরে প্রবেশ করেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আফজাল হোসেন। তার সঙ্গে ছিলেন নাসিরউদ্দিন। এ সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। ঘরে ঢুকে ৬ মাসের শিশু সন্তানকে জিম্মি করেন নাসির। সেই সুযোগে গৃহবধূকে ধর্ষণ করেন আফজাল হোসেন।
ওসি বলেন, এ ঘটনায় গত ৪ জানুয়ারি ধর্ষণের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। পরে ট্রাইব্যুনাল সিরাজদীখান থানাকে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহহস্পতিবার রাতে মামলাটি রুজু হয়।