পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. আমেরিকার অ্যারিজোনা বাসীর বয়স ৬৫ হওয়ার আগ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয় না, আর ৬৫ ঊর্ধ্বদের প্রতি পাঁচ বছরে একবার করে লাইসেন্স রিনিউ করতে হয়!
২. ‘এ এস ও এস’ (ASOS) শব্দটি ‘স্ক্রিনে দেখা হয়ে গেছে’ (As Seen On Screen) বোঝাতে ব্যবহার করা হয়!
৩. সাধারণভাবে কাগজে লেখা কোনও কিছু পড়তে যত সময় লাগে ইলেক্ট্রনিক যেকোনো ডিভাইসে পড়তে তার চেয়ে ১০% বেশি সময় লাগে!
৪. লুকিয়ে থাকা শিকারি সম্পর্কে জ্ঞাত না থাকলেও খরগোশেরা সে সময়ে মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে!
৫. ‘পিসিস্ট্রোফোবিয়া’ (Pistanthrophobia) হচ্ছে এমন একটি রোগ যা, অতীত অভিজ্ঞতার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার ভয়ে থাকা!
৬. ৩ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক বেকন দিবস’ (International Bacon Day) হিসেবে পালন করা হয়!
৭. ঘুমিয়ে থাকার সময় মস্তিষ্কের কিছু চক্রও ঘুমিয়ে পড়ে, অনেক ক্ষেত্রে ঘুমিয়ে পড়া এই চক্র ঘুম ভাঙার পরেও ঘুমিয়ে থাকতে পারে!
এর অর্থ হচ্ছে মস্তিষ্কের কিছু অংশ সবসময়ই নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে!
৮. সারা পৃথিবীতে যতগুলো ক্রেন আছে তার এক চতুর্থাংশ দুবাইতে রয়েছে, এর মানে প্রতি চারটি ক্রেনের একটি রয়েছে দুবাইতে!
৯. সিংহরা জঙ্গলে বাস করে না তা বোঝার আগে সিংহকে ‘জঙ্গলের কিং’ (King of the Jungle) বলা হত!
১০. বেশ কয়েকটি আফ্রিকান দেশ তাদের দেশে আমদানি করা পোশাক পছন্দ করে না, কারণ তারা মনে করে এতে তাদের স্থানীয় টেক্সটাইল শিল্প ধ্বংস হবে!
১১. খাঁটি ‘কোকো’ (cocoa) দাঁতের ক্ষয় রোধে সহায়তা করতে পারে, কারণ কোকো দানাতে প্রাকৃতিকভাবে যেসব রাসায়নিক উপাদান থাকে তা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে!
১২. খরগোশের বাচ্চাদের ‘লিটার’ (litter) নামে ডাকা হয়!
১৩. আইসল্যান্ডের একটি ডেটিং অ্যাপ রয়েছে যা পারস্পারিক যোগাযোগের ক্ষেত্রে কাজিনের ব্লক করে রাখে!
১৪. ‘নাসা’ (NASA) এর পূর্ণরূপ হচ্ছে- ‘ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (National Aeronautics and Space Administration)!
১৫. ১২ এপ্রিল ‘গ্রিলড পনির স্যান্ডউইচ ডে’ (Grilled Cheese Sandwich Day) হিসেবে পালিত হয়!