স্পোর্টস ডেস্ক: এক যুগ পেরিয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও সার্জিও রামোসের মধ্যে সম্পর্ক। ২০০৫ সালে দলে যোগ দিয়ে এখন পর্যন্ত রিয়ালের রক্ষণভাগকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। কিন্তু সুখের সংসারে আগুন লাগার সংবাদ শোনা গেছে।
সামনের জুনেই রিয়াল মাদ্রিদের সঙ্গে অধিনায়ক সার্জিও রামোসের বর্তমান চুক্তি শেষ হতে যাচ্ছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির দেয়া নতুন চুক্তিকে না করে দিয়েছেন রামোস। তাই এই মাসেই নতুন কোন ক্লাবের সাথে প্রাক-চুক্তি স্বাক্ষর করতে পারবেন এই তারকা ফুটবলার।
সার্জিও রামোসকে যেকোন মূল্যে ক্লাবে রাখতে চান বলে জানিয়েছিলেন রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান। কিন্তু দলীয় অধিনায়ককে আকর্ষণীয় কোন চুক্তি পেশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। মাত্র এক বছরের চুক্তি দেয়া হয়েছে তাকে। এর ওপর বেতনও বৃদ্ধি করা হয় নি তার। স্বাভাবিকভাবেই এই চুক্তিতে সায় দেন নি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোস।
রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ১৬ বছরের সম্পর্ক যদি শেষ পর্যন্ত ছিন্ন হয়, তাহলে আগামী মৌসুমে এ তারকাকে হয়তো অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখা যাবে। ধারণা করা হচ্ছে তার পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি।