ডেস্ক রিপোর্ট: ক্যাপিটল হিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সাথে সংঘর্ষে আহত এক পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। ওই কর্মকর্তার নাম ব্রায়ান ডি সিনকক। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্যাপিটল পুলিশ ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। খবর বিবিসির।
এদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর প্রেসিডেন্ট ট্রাম্পকে পদ থেকে অপসারণের চাপ বাড়ছে।
বিবৃতিতে ক্যাপিটল পুলিশ বলেছে, ব্রায়ান সিনকক নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ নিয়ে বুধবারের ওই সংঘর্ষে মোট পাঁচজনের মৃত্যু হলো। এর আগে সংঘর্ষে চারজনের মৃত্যুর কথা জানিয়েছিলো পুলিশ, যাদের মধ্যে একজন ক্যাপিটল হিলের ভেতরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। ওই চারজনই ট্রাম্পের সমর্থক ছিলেন।
এদিকে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তুলে সিনিয়র ডেমোক্রেট আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে আহবান জানিয়েছেন।
সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে জোর দাবি জানিয়েছেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন সংবিধানের ২৫ তম সংশোধনী অনুযায়ী, শারীরিক কিংবা মানসিক কারণে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য হলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা একমত হয়ে তাকে অব্যাহতি দিতে পারেন।
কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেট আইনপ্রণেতাদের নেতা চাক স্কুমার সহিংসতা উস্কে দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং মন্ত্রীসভার সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ” রাষ্ট্রদ্রোহমূলক ভয়ঙ্কর কর্মকাণ্ড উস্কে দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ খুব জরুরী হয়ে পড়েছে।”
প্রেসিডেন্টকে অপসারণ করতে হলে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রীসভার কমপক্ষে আটজন সদস্যকে ট্রাম্পের বিপক্ষে একমত হতে হবে। এখন পর্যন্ত যা করার কোন ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ আছে। এরপর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।