• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

ভার্চুয়াল সফরে ব্রিটেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
দৈনিক এইদিন

আন্তর্জাতিক ডেস্ক: রোববার থেকে ভার্চুয়াল লন্ডন সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত বছরের শুরুর দিক থেকে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর এটি তার প্রথম অনলাইন সফর প্রচেষ্টা। বৃহস্পতিবার তার মুখপাত্র স্টিফান ডুজারিক একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এ সফর প্রকৃতপক্ষে সরাসরি করার পরিকল্পনা ছিল জাতিসংঘ মহাসচিবের। কিন্তু ব্রিটেনের জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটার কারণে লন্ডন তা পরিবর্তন করে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে।

জাতিসংঘ মহাসচিবের এ ভার্চুয়াল সফরে রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের ৭৫ বার্ষিকী পালনের কর্মসূচি রয়েছে।

স্টিফান ডুজারিক জানান, বিশ্বের বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলায় গুতেরেস বিশ্বব্যাপী অংশীদারিত্ব নবায়নের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী সোমবার ও মঙ্গলবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি নির্দিষ্ট অধিবেশনে তার অংশ নেয়ার কথা রয়েছে। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তার পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এবং আর্চবিশপ অব ক্যান্টাবুরি জাস্টিন ওয়েলবির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর