ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কংগ্রেস ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনার চার ব্যক্তি নিহত হয়েছেন। ওয়াশিংটন ডিসি পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওয়াশিংটন ডিসির মেয়র শহরে আরও ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
হামলার এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে আমেরিকার গণতন্ত্র। শুধু আমেরিকাতেই নয়, সমালোচনার ঝড় বইছে সারা বিশ্বজুড়ে। দেশে দেশে বিশ্বনেতারা কঠোর নিন্দা জানাচ্ছেন। এ অবস্থায় ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জয় তার ফেসবুকে লিখেন,
‘এই মহামারির সময়ে শ্রেষ্ঠ ওয়ানলাইনার (পংক্তি) হলো-
ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রকে এ বছর দেশের মাটিতেই ক্যু’র আয়োজন করতে হলো।’
ইতোমধ্যেই প্রায় দশ হাজার মানুষ স্ট্যাটাসটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য পড়ছে অসংখ্য।
এদিকে একদিন আগেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেখানে মানুষের শোরগোল আর আনাগোনা ছিলও সেখানে এখন শুধুই নীরবতা। পুলিশের ব্যাপক উপস্থিতিতে চলছে কড়া তল্লাশি। প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না মার্কিনীরা।
আশপাশের ছয়টি রাজ্য থেকে ন্যাশনাল গার্ড তলব করা হয়েছে। প্রতি সাত ফুট পরপর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটল হিলের স্থাপনা ঘিরে রেখেছেন। এমন বাস্তবতায় সময়ের আগেই সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুতে চারদিক থেকে প্রতিনিয়ত জোরালো হচ্ছে।