ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে চিকিৎসক পরিচয়ে বাসায় ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরের কোতোয়ালী থানার কাজির দেউড়ি ২ নম্বর গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাশেদ নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া ধনুমিয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে। তিনি বর্তমানে নগরের খুলশী থানার টাইগারপাস কলোনী এলাকায় থাকেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, রাশেদ কাজীর দেউড়ির ২ নম্বর গলির একটি বাসা খোলা পেয়ে সেখানে ঢুকে নিজেকে চট্টগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক পরিচয় দেন। ওই বাসার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার নামে তার শ্লীলতাহানি করেন। খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী বাসায় এসে বিস্তারিত শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল থেকে রাশেদকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ জানিয়েছেন, চিকিৎসক পরিচয়ে কাজির দেউড়ি এলাকায় একাধিক নারীর শ্লীলতাহানি করেছেন তিনি। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।