পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. প্রখ্যাত হলিউড অভিনেত্রী ‘জাডা স্মিথ’ (Jada Pinkett Smith) ২০০২ সালে ‘উইকড উইজডম’ (Wicked Wisdom) নামে একটি ‘হেভি মেটাল’ ব্যান্ড গঠন করেন, যার কার্যক্রম এখনো সক্রিয়!
২. জিম্বাবুয়েতে কোনও গাড়ি ওভারটেক করার সময় আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করা ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়!
৩. ‘তিনি সমুদ্রের তীরে সামুদ্রিক জীবাশ্ম বিক্রি করেন’ (She sells seashells by the seashore) ১৮০০ দশকে এই লেখাটি এক নারী কবি লিখেছিলেন, যিনি আসলেই একটি সাগরের তীরে ডাইনোসরের হাড় ও বিভিন্ন সামুদ্রিক জীবাশ্ম বিক্রি করতেন!
৪. ডাইনোসরেরা কিভাবে শারীরিক মিলন করতো, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত নিশ্চিত নন!
৫. জাপানে একটি গ্রাম আছে যার নাম ‘নাগোরো’ (Nagoro), যেখানে মাত্র ৩৫ জন বাসিন্দা রয়েছে। তবে এই গ্রামে ৩৫০ এর অধিক কাকতাড়ুয়া (scarecrows) রয়েছে!
৬. মানুষের ভাগ্নে, ভাতিজাদের (nieces or nephews) আরও একটি নামে ডাকা হয় তা হচ্ছে ‘ভাইবোনেরা’ (niblings)!
৭. ড্যানিয়েল র্যাডক্লিফ হ্যারি পটার চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় ৮০ টিরও বেশি জাদুর কাঠি ভেঙেছিলেন, কারণ তিনি সেগুলিকে ড্রামস্টিক হিসাবে ব্যবহার করেছিলেন!
৮. সহজে মিলিয়নেয়ার হওয়ার উপায় দেখানোর জন্য ‘হু ওয়ান্ট টু বি এ মিলিয়নেয়ার’ (Who Wants to be a Millionaire) শো’য়ের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানি মামলা করেছিলও!
৯. মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারালি স্বীকৃত অফিসিয়াল কোনও ভাষা নেই!
আমেরিকার মাত্র ৩২টি রাজ্যের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, বাকি রাজ্যগুলিতে ঘোষিত নির্দিষ্ট কোনও ভাষা নেই!
১০. বছরে মাত্র একজন মানুষের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে সাত থেকে আটটি গাছের প্রয়োজন হয়!
১১. আমেরিকার জনসংখ্যা কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে এবং আইসল্যান্ডের সম্মিলিত জনসংখ্যার চেয়ে বেশি!
মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৬৫ মিলিয়নেরও বেশি যা উল্লেখিত চারটি দেশের চেয়েও বেশি!
১২. মানুষের প্রতিটা পদক্ষেপের সঙ্গে দেহের ২০০টি পেশির সহায়তা লাগে!
১৩. প্রতি বছরের মার্চ মাসের ১২ তারিখ ‘পৃথিবীকে কিছু ফিরিয়ে দেবার দিবস’ (Give something back to the Earth) হিসেবে পালন করা হয়।
এই দিনে মূলত ‘একটি ফুলের চারা লাগান’ (Plant a Flower Day) স্লোগানে উদযাপন করা হয়!
১৪. হ্যারি পটার সিরিজের ‘প্রিজনার অফ আজকাবান’ (Prisoner of Azkaban) হচ্ছে একমাত্র সিনেমা যা সর্বকালের ৫০টি ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান পায়নি!
১৫. কেকের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘অ্যাঞ্জেল ফুড কেক’র (Angel Food Cake) রেসিপি ১৮৭৮ সালে আবিষ্কৃত হয়েছিলও!