ডেস্ক রিপোর্ট: কয়েক মাস আগে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর কাতার থেকে কায়রো যাওয়ার পথে হিমালয় পর্বত দেখতে পাওয়া বিষয়ে একটি বক্তব্য ভাইরাল হয়। তার ওই বক্তব্য ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ভৌগলিকভাবে কাতার থেকে কায়রো যাওয়ার পথে হিমালয় পর্বতমালা দেখতে পাওয়া অসম্ভব বলে অনেকেই যুক্তি-প্রমাণ তুলে ধরেন।
কাতার থেকে কায়রো যাওয়ার পথে হিমালয় পর্বতমালা দেখতে পাওয়া বিষয়ে আজ বৃহস্পতিবার আজহারী একটি ব্যাখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে কাজী তুহিন নামে এক ব্যক্তি তাকে এ বিষয়ে পোস্ট করেন।
তিনি লেখেন, ‘আপনি একটি ওয়াজে বলেছিলেন ‘কাতার থেকে কায়রো যাবার সময় আপনি হিমালয় দেখেছেন।’
অনেকেই এটা নিয়ে আপনাকে মিথ্যুক বলে, দয়া করে বিষয়টা একটু ক্লিয়ার করবেন।’
এর প্রত্যুত্তরে মিজানুর রহমান আজহারী বলেন, ‘এটা সত্য যে আমি ঢাকা থেকে কাতারে যাওয়ার সময় হিমালয়ের (মাউন্ট এভারেস্ট) দৃশ্য দেখেছি।’
কাতারে ট্রানজিট নেওয়ার পরে আমি অন্য একটি ফ্লাইটে কাতার থেকে কায়রো যাই।
ভুল করে আমি বিষয়টি গুলিয়ে ফেলেছি। আসলে এটি ছিলো, ‘স্লিপ অফ টাং।’ ‘ঢাকা থেকে কাতারে’ পরিবর্তে ভুল করে আমি বলেছিলাম “কাতার থেকে কায়রো”।