আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কংগ্রেসের আইনসভা বা ক্যাপিটল ভবনের সামনে ট্রাম্প সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এ ঘটনায় ক্যাপিটল ভবনে লকডাউন এবং বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। এই ঘটনায় স্থগিত করা হয়েছে যৌথ অধিবেশন।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বওসার একটি সরকারি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। তিনি বলেন, কারফিউয়ের সময় মেয়রের অনুমোদন ছাড়া কোন ব্যক্তি শহরের কোথাও হাঁটাচলা, দৌড়ানো, দাঁড়ানো, ঘুরে বেড়ানো, গাড়িতে বা অন্য যানবাহনে ভ্রমণ করতে পারবেন না। তবে জরুরি সেবায় নিয়োজিত থাকা নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা এই নির্দেশনার বাইরে থাকবেন। তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়া আসা করতে পারবেন।
এদিকে যেকোন প্রকাশ নাশকতা রুখতে শহরজুড়ে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সিএনএনের এক কর্মী জানান, তিনি ওই ভবন থেকে বের হতে পারছেন না কেননা পুলিশ জানিয়েছে ভবনটি এখন লকডাউনের আওতায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কিছু সমর্থক ক্যাপিটল ভবনে প্রবেশ করেছে। এছাড়া অনেক সমর্থক ক্যাপিটল ভবনের দরজা, জানালা ভেঙে দিয়েছে।
এনিয়ে আইনপ্রণেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে অনেক আইন প্রণেতা টুইট বার্তায় জানিয়েছেন, তারা ক্যাপিটল ভবনের ভিতরে নিরাপদে আছেন।
এর আগে হোয়াইট হাউজের সামনে র্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প অঙ্গীকার করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার তিনি কখনোই স্বীকার করবেন না।
সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আমরা কখনোই হাল ছাড়ব না, আমরা কখনোই স্বীকার করবো না। আমরা জালিয়াতি রুখে দিব।
দেশটির ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কংগ্রেসের এক যৌথ অধিবেশন। এতেই হানা দেন ট্রাম্প সমর্থেরা।
সূত্র- এনবিসিওয়াশিংটন, বিবিসি, সিএনএন, আল জাজিরা