স্পোর্টস ডেস্ক: ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। আর এই সফরের মধ্যে দিয়ে প্রায় দশ মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।
সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। সফর সূচিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের সফরটি ছোট করতে হয়েছে। ফলে একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি বাদ পড়ে গেছে।
এদিকে দীর্ঘ বিরতির পর আবারো বাংলাদেশের খেলা হওয়ায় এই সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ অনেক বেশি। দুই দলের লড়াই দেখা যাবে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে। এগুলো হচ্ছে নাগরিক টিভি ও টি স্পোর্টস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে এবং টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব পেয়েছে মূলত বেন টেক। তাদের থেকে আবার স্বত্ব কিনেছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সম্প্রচার স্বত্বের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনেছে বেন টেক। তবে তাদের সঙ্গে চুক্তি করায় ম্যাচগুলো দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
দেখে নেওয়া যাক দুই দলের ওয়ানডে ও টেস্টের সূচি-
প্রস্তুতি ম্যাচ (ওয়ানডে ফরম্যাট): ১৮ জানুয়ারি (সোমবার), বিকেএসপি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি (বুধবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি (শুক্রবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি (রবিবার), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
চার দিনের প্রস্তুতি ম্যাচ: ২৮-৩১ জানুয়ারি (বৃহস্পতিবার-রবিবার), এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
দুই ম্যাচের টেস্ট সিরিজ:
প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি (বুধবার-রবিবার), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার-সোমবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর