পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. গবেষণায় প্রমাণিত চকোলেট আইসক্রিম খেলে মানুষের মানসিক এবং শারীরিক ব্যথা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়!
২. পক্ষাঘাতে আক্রান্ত রোগীকে অস্ত্রোপচারের পর তার পূর্বের ঘটনা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে!
৩. আমেরিকাতে রুমমেট বা বন্ধুর নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য!
৪. অনেকেই জানে না যে, অভিজাত ও দামি গাড়ি কোম্পানি- বেন্টলি, বুগাটি, ল্যাম্বারগিনি, অডি, ডুকাটি এবং পোরশে’র (Bentley, Bugatti, Lamborghini, Audi, Ducati and Porsche) মূল মালিক হচ্ছে ‘ভক্সওয়াগেন’ (Volkswagen)!
৫. গবেষণায় দেখা গেছে- আপনার বন্ধুরা কতটা খুশি সেটিকে আরও বেশি মূল্যায়ন করে ফেসবুক প্রকাশ করে, যা আপনার জীবনে হতাশার মাত্রা বাড়িয়ে তুলতে পারে!
৬. ফ্লোরিডার ‘গেটরস ফুটবল দল’কে (Gators Football Team) পানিশূন্যতা থেকে বাঁচাতে বিখ্যাত ‘গ্যাটোরেড’ (Gatorade) পানিয় তৈরি করা হয়েছিলও!
৭. ১৯৩৭ সালে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত ‘ফক্স ফিল্ম স্টুডিও’তে (Fox Film studios) ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে তাদের স্টুডিওতে থাকা ৭৫% সিনেমার মাস্টার প্রিন্ট পুড়ে যায় এর মধ্যে বেশিরভাগই ছিলও নির্বাক চলচ্চিত্র যুগের সিনেমা!
৮. ছত্রাক উদ্ভিদজাত হিসেবে ধরা হলেও এদের জিনগত স্তর প্রাণীর জিনের সঙ্গে বেশি মিলে!
৯. ফ্রান্সের মানুষেরা গড়ে প্রতিদিন ৮.৮৩ ঘণ্টা করে ঘুম দেয়, যা উন্নত বিশ্বের ভেতর সবচেয়ে বেশি!
১০. সারাবিশ্বে মোবাইলের রিংটোন হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ‘একন’র (Akon) গান!
১১. আলবার্ট আইনস্টাইন তাঁর দূর সম্পর্কীয় চাচাতো বোন এলসা আইনস্টাইনকে বিয়ে করেছিলেন!
১২. জনপ্রিয় ‘পোকেমন গেমস’ (Pokémon games) এর পলিওগ এবং ডিটোর (Poliwag & Ditto) কান্নার শব্দ একই!
১৩. ‘হ্যারি পটার’ সিনেমায় দেখানো ‘হগওয়ার্টস এক্সপ্রেস’ (Hogwarts Express) ট্রেনটি আসলে স্কটল্যান্ডে চলাচলকারী একটি সত্যিকার ট্রেন!
১৪. ১৯৫৫ সালে আইনস্টাইনের মৃত্যুর পর তার মাথা চুরি হয়ে যায়, যা ২৩ বছর ধরে খুঁজে পাওয়া যায়নি!
পরে জানা যায়, ১৯৭৮ সালে যে ডাক্তার মৃত্যুর পর আইনস্টাইনের ময়নাতদন্ত করেছিলেন তিনি এটা একটি সাইডারের (cider) বক্সে সংরক্ষণ করে রেখেছিলেন!
১৫. ১৯৩৬ সালের অলিম্পিক গেমসে দেখা যায় ‘লিচটেনস্টাইন’ (Liechtenstein) ও হাইতি’র (Haiti) জাতীয় পতাকা একই রকম, একারণে পরবর্তী বছরে লিচটেনস্টাইন তাদের পতাকায় একটি তারকা যোগ করে!