বিনোদন ডেস্ক: ‘পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ ক্যাটাগরিতে ‘হইচই অ্যাওয়ার্ড ২০২০’ এর সম্মাননা পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
এমনটাই জানা গেছে জয়া আহসানের ফেসবুক স্টাটাস থেকে।
এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। নির্মাতা অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন প্রসেনজিৎ ও জয়া আহসান।
অন্যদিকে, ‘কণ্ঠ’ সিনোময় স্পিচ থেরাপিস্ট চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার বিপরীতে ছিলেন শিবপ্রসাদ মুখার্জি। স্পিচ থেরাপি দিয়ে একজন আরজের কণ্ঠ ফিরিয়ে আনার গল্প তুলে ধরা হয়েছে এতে। মুক্তি পর বেশ আলোচিত হয়েছিল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।
আয়োজক হইচই সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমাগুলো ছিল প্রতিযোগিতার তালিকায়। সেগুলো থেকে জুরি বোর্ড সেরাদের বাছাই করেছেন।
২০২১ সালকে নতুন করে শুরু করার বছর হিসেবে উল্লেখ করেছেন জয়া আহসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের অনেক দূর যেতে হবে। অনেক কিছু অর্জনের এখনো বাকি।’