ভ্রাম্যমাণ আদালতের মামলায় জামিন পেলেন ইরফান সেলিম

ডেস্ক রিপোর্ট: মাদকদ্রব্য রাখার দায়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা থেকে জামিন পেয়েছেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিম। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) মাদকদ্রব্য রাখার মামলায় ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামিনের এই আদেশ দেন। এর আগে গত রোববার (৩ জানুয়ারি) ওয়াকিটকি বহন করা মামলায় আদালত তাকে জামিন দেন।

ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, ‘আমরা ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। মাদক সংক্রান্ত অভিযোগের সাজায় আজ জামিন দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ওয়াকিটকি রাখার দায়ে দেওয়া সাজায় ৩ জানুয়ারি একইভাবে তিনি জামিন পেয়েছেন।’

মাদকদ্রব্য ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দু’টি অভিযোগে গত ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে এক বছর করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *