অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার (৪ জানুয়ারি) সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর রক্তচাপ ও নাড়ির গতিও স্বাভাবিক। আপাতত অনেকটাই সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। শারীরিক আর কোনও সমস্যা অনুভব করছেন না এর মধ্যে সব ঠিকঠাক থাকলে বুধবারই (৬ জানুয়ারি) বাড়ি ফিরে যাবেন।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে উডল্যান্ডস হাসপাতালে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। তাতে ৯ জন সদস্য ছাড়াও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী, চিকিৎসক রমানাথ পাণ্ডা, চেন্নাইয়ের স্যামুয়েল ম্যাথু। এছাড়াও ছিলেন আরও দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকরা জানান, সৌরভ আগের তুলনায় অনেকটাই সুস্থ। আজ (৫ জানুয়ারি) মঙ্গলবার দেবী শেঠী এবং তার মেডিক্যাল টিম এসে আরেক দফা সৌরভের শারীরিক পরীক্ষা করবেন। তারপরই দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাকে।
মেডিক্যাল বোর্ড সর্বসম্মতিভাবেই ঠিক করেছে, বাকি দু’টি ব্লকেজ দূর করতে এখনই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। তাকে কিছুদিন বাড়িতে রাখা হবে। সেখানেই নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন চিকিৎসকরা। তা দেখার পরেই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।