রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে বাবার হাতে ৭ মাসের শিশুপুত্র খুনের অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম আব্দুল কাদের জিলানী রাব্বি। শিশুর বাবা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম পেশায় রিকশাচালক। ওই এলাকায় একটি বাসায় চার মাসের বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা তাদের বের করে দেয়।
একপর্যায়ে সোমবার সকালে দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকায় আত্মীয়ের বাসায় ওঠেন তারা। সেখানেও স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাবা শিশুকে একাধিকবার মেঝেতে আছাড় দিয়ে হত্যা করেন।
দক্ষিণখান থানার এসআই প্রদীপ কুমার বলেন, মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর কলহে জেরে একটি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।