স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবিদদের চুলের স্টাইল নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা আর মাতামাতি নতুন কিছু নয়। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার থেকে শুরু করে অনেক ক্রীড়া তারকার মতো করে চুল রাখতে পছন্দ করেন ভক্তরা। তবে সাকিব আল হাসানের চুল নিয়ে বিগত কয়েক মাসে যেন একটু বেশিই মাতামাতি ছিল ভক্ত-সমর্থকদের মধ্যে। প্রথমবার সাকিব চুল বড় করেছিলেন, তা দেখে তার অনেক ভক্তও চুল বড় রাখা শুরু করেন। এবার সাকিব আল হাসানও আসছেন চুলের নতুন স্টাইল নিয়ে। এমন ইঙ্গিত মিলেছে সোমবার।
সম্প্রতি ছাঁটাই নামের হোম সেলুন থেকে চুল কেটেছেন টাইগার এই অলরাউন্ডার। তার নতুন বেশকে ছাঁটাইয়ের ফেসবুক পেজের স্টোরিতে ‘নতুন বছরের রূপান্তর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
করোনা মহামারীর শুরুতে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। লকডাউনের কারণে অনেকদিন চুল কাটাতে পারেননি তিনি। এই সুযোগে চুল বড় রাখা শুরু করেন তিনি। এরপর নিষেধাজ্ঞা চলাকালে বিকেএসপিতে নিবিড় অনুশীলন, ফিটনেস টেস্ট বা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ- সবখানেই লম্বা চুলের সাকিবকে দেখেছে ভক্তরা।
তবে নতুন বছরে সাকিব চুলে কাঁচি লাগিয়েই নামছেন মাঠে। নতুন বছর এক অর্থে সাকিবের জন্য নতুন শুরুও। গত বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন টাইগারদের ক্যারিবীয় সিরিজের মধ্য দিয়ে তিনি।