ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আজ ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলারের বাদ পড়া নিয়ে ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, সম্মিলিতভাবে মাশরাফিকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিনি জানান, এ সিদ্ধান্তটি নেয়া তাদের জন্য বেশ কঠিন ছিল।
দল ঘোষণার পর প্রশ্নের মুখে নান্নু বলেন, তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, সে দেশের জন্য অনেক কিছু করেছে। তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত কথা বলেছি আমি, কাজেই এ নিয়ে ভুল বুঝাবুঝির কিছু নেই। এটা ছিল কঠিন এক সিদ্ধান্ত, কিন্তু আমাদের বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সম্মিলিতভাবে মাশরাফিকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
নান্নু আরো বলেন, আমরা সবকিছু নিয়েই আলোচনা করেছি। কোনো কিছুই বিবেচনার বাইরে রাখিনি। ফিটনেস ট্রেনার ও বোলিং কোচ ছাড়া বাকি সবাই আলোচনায় অংশ নিয়েছে। তার জায়গায় যে সুযোগ পাবে, সে হবে একেবারেই নতুন মুখ। আমরা তরুণদের সুযোগ করে দিতে চাই।
প্রধান নির্বাচক জানান, অবসরের বিষয়টি সম্পূর্ণরূপেই মাশরাফির ওপর নির্ভর করছে। এ নিয়ে তার কথা, সে খেলে যাবে কিনা, এটা একান্তই তার ওপর নির্ভর করে। সামনে সে কেমন পারফর্ম করবে, সে ব্যাপারে তো আর আমরা আগে থেকে কিছু বলতে পারব না।
মাশরাফির অবসরের গুঞ্জনটা দুই বছর ধরে চলছে। প্রথমবার এই গুঞ্জন ওঠে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়। কিন্তু মাশরাফি ওয়ানডে খেলে যেতে প্রত্যয়ী ছিলেন। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ওয়ানডে নেতৃত্ব ছাড়েন তিনি, যা ছিল মহামারী শুরুর আগে দলের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ।
সম্প্রতি বঙ্গবন্ধু টি২০ কাপে জেমকন খুলনার হয়ে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে আলোচনায় আসেন মাশরাফি। যদিও তার অবসরের ব্যাপারে বিসিবির ভেতর থেকে একটা চাপ অব্যাহত রয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে বোলিং কোচ অটিস গিবসন বলছিলেন, হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ওয়ানডে পরিকল্পনায় নেই মাশরাফি।
কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও মাশরাফির বাদ পড়ার ইঙ্গিত দেন। তিনি বলছিলেন, যদি তার ফিটনেসের বিষয়টি বিবেচনায় নেয়া হয়, তবে দলে থাকার সুযোগ কম।