সংসার জীবন নিয়ে ২০২০ এর শেষের দিক থেকেই আলোচনার শীর্ষে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। হানিমুনের পর দেশে ফিরেন এই চিত্রনায়িকা। কিন্তু বছরের শেষে তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে। পরবর্তীতে তমা মির্জা ও তার স্বামী হিশাম বাড্ডা থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। তাইতো স্বাভাবিক কারণে এই নায়িকার মনে মেঘ জমেছিল। তবে নতুন বছরের শুরুতে তমার মন বেশ ফুরফুরা।
রোববার (৩ জানুয়ারি) তমা মির্জা তার ফেসবুকে শাড়িপরা কয়েকটি ছবি পোস্ট করেন। সেই শাড়ি-ব্লাউজ উপহার দিয়েছেন ফ্যাশন হাউস। আর এসব শাড়ি-ব্লাউজ উপহার দেয়ার জন্য ফ্যাশন হাউসকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ছবিতে হাস্যোজ্জ্বল তমাকে দেখা যায়।
২০০৯ সালে শাহীন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমার। এরপর অনন্ত হীরার ‘ও আমার দেশের মাটি’, শাহাদাত হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চল পালাই’। এছাড়া মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ মুক্তি পায়। এছাড়া তমা মির্জা দেশ টিভির ‘প্রিয়তমার প্রিয় মুখ’ নামের অনুষ্ঠানটি উপস্থাপন করছেন।