• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

প্রাথমিক শিক্ষকদের ১ জানুয়ারি বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
প্রাথমিক শিক্ষকদের ১ জানুয়ারি বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: নতুন বছরের প্রথম দিন আগামী ১ জানুয়ারি করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। শিক্ষকদের উপস্থিতিতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেয়া হবে শিক্ষার্থীদের হাতে। তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের ক্ষেত্রে এ নির্দেশনা বলবৎ হবে না।

সোমবার (২৮ ডিসেম্বর) ডিপিই থেকে পাঠানো চিঠিতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।

চিঠিতে আরো বলা হয়, অন্যান্য বছরের মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর