‘থার্টি ফার্স্ট’ উদযাপনে যে পরামর্শ দিল র‌্যাব

‘থার্টি ফার্স্ট’ উদযাপনে যে পরামর্শ দিল র‌্যাব

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ চলমান মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সকলকে যার যার ঘরে থেকে ইংরেজি নববর্ষ ও ‘থার্টি ফার্স্ট নাইট’ পালনের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে র‍্যাব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ জানান, আসন্ন ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নববর্ষকে কেন্দ্র করে কোথাও কোন হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই। কোন নাশকতার হুমকিও নেই। রাজধানীকে মোট তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *