ক্ষমতা ছাড়ার আগে সৌদি আরবের কাছে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে চাইছে ট্রাম্প প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে জানিয়েছে । কংগ্রেসকে লেখা চিঠিতে সৌদির কাছে অস্ত্র বিক্রির নীতিমালা ও আকাশ থেকে ভূমিতে হামলাযোগ্য বোমা বিক্রির অনুমোদন চেয়েছে। চিঠিতে মার্কিন অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান রেথিওন টেকনোলজিস করপোরেশনকে সরাসরি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার অনুমতি দিতেও অনুরোধ করা হয়।
আরও গেছে যে, ৪৭৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি লাইসেন্সে ইস্যু করতে চায়। এর মধ্যে ৫০ কোটি ডলারের অস্ত্রের মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত যোগাযোগ ব্যবস্থা বাড়াতে ১০ কোটি ডলার দেখানো হয়েছে। বাকি অর্থ দিয়ে সাড়ে সাত হাজার বোমা বিক্রির চুক্তি হলে তা সৌদি আরবেই কারখানা স্থাপন করে তৈরি করা হতে পারে।
মূলত সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার খাতিরেই নতুন করে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মার্কিন চুক্তি অনুযায়ী সৌদির কাছে এই চুক্তি বিক্রি করা হবে। এই চুক্তিটি ২০১৯ সাল থেকেই কার্যকর রয়েছে।