বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এতে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১ লাখ ৯৬ হাজার ৪৭৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ লাখ ৫৬ হাজার ৯৭৪ জনের। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ৫ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৯ জন।
ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণ ও মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ৬৯ হাজার ৮১৮ জন। আর মারা গেছে ১ লাখ ৪৭ হাজার ৩৭৯ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১৫ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৯ লাখ ৯২ হাজার ৭০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৬৫৯ জনের।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমণ শুরু হয় করোনাভাইরাসের। যা এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।