• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে জায়গা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে জায়গা পেলেন যারা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। ৪৫ সদস্যবিশিষ্ট এই উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নাট্যনির্দেশক আতাউর রহমানকে। সদস্যসচিব হয়েছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে এ কমিটি।

বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক উপকমিটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপকমিটির অনুমোদন দেন। এর আগের মেয়াদে (২০১৬-২০১৯) সাংস্কৃতিক উপকমিটিতেও নেতৃত্ব দিয়েছেন আতাউর রহমান ও অসীম কুমার উকিল।

আতাউর রহমান ও অসীম কুমার উকিলের নেতৃত্বে কমিটিতে আছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সাংসদ আসাদুজ্জামান নূর, সাংসদ সিমিন হোসেন রিমি, বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক যুবলীগ নেতা চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম, সংগীতশিল্পী শুভ্র দেব, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক, মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা।

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবির মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর