আগামী বছরের দ্বিতীয় ভাগে মাত্র ১৫ হাজার টাকায় ফাইভজি ফোন আনছে স্যামসাং। স্যামসাংয়ের গ্যালাক্সি এ-২২ স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০।
ফোনটি উৎপাদনের জন্য ইতিমধ্যে চীনভিত্তিক ওয়াচিন ও উইংটেক কোম্পানির সাথে চুক্তি করেছে স্যামসাং। চলতি বছর জুনে বাজারে আসে এর উত্তরসূরি স্যামসাংয়ের গ্যালাক্সি এ-২১।
ফোনটিতে আছে সাড়ে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। পেছনে আছে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।
এতো অল্প দামে এই ফোন হাতে পেতে মুখিয়ে আছেন গ্রাহকরা।
সূত্র: টেক রাডার