২০২০ সালটা অনেকটা এলোমেলো ভাবেই শেষের পথে। অনেক উথাল পাথালের মাঝেই সময়টা অতিক্রম করেছে মিডিয়া জগত। কিন্তু এই মহামারীর মাঝেও দেশের মিউজিক ইন্ডাস্ট্রি গড়েছে অনেক ভিউয়ের রেকর্ড। এই সকল বিশাল ভিউয়ের দৌড়ে যুক্ত হয়েছে নতুন একজন মুখ হাসনাত তুষার। চাটগাইয়া গান ‘আর বউয়া হালা’ গানটি গেয়ে গড়েছেন ভিউয়ের রেকর্ড। ফেসবুক প্লাটফর্মে রাতারাতি ভাইরালাও হয় তার গানটি।
হাসনাত তুষারের কণ্ঠে গানটি জি-সিরিজ প্রকাশ করেছে জুনের ১৮ তারিখ। গানের কথা ও সুর করেছেন আমান উল্লাহ আমান। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ইউটিউবে গানটি এ পর্যন্ত ২৮ লাখের বেশি শ্রোতা শুনেছেন।
তার এই গানের সাফল্যের ব্যপারে জানতে চাইলে তুষার এইদিনকে জানান, প্রথমত শুকরিয়া জানাই সৃষ্টিকর্তাকে যিনি আমাকে এই সাফল্য এনে দিয়েছেন। এবং তারপরই ধন্যবাদ জানাই আমার দর্শকের যারা আমাকে এতোটা ভালবেসে কাছে টেনে নিয়েছেন। আমি তাদের এই ভালোবাসা ধরে রাখতে চাই এবং সব সময় তাদেরকে ভালো কিছুই উপহার দিতে চাই, আমার জন্য দোয়া করবেন আপনারা।
তিনি আরো জানান, এই বছরের সেরা ১০ গানের তালিকায় আমার স্থানটি আমার জন্য আসলেই অনেক বড় পাওয়া। যাদের সাথে আমি স্থান পেয়েছি তাদের তুলনায় আমি আসলেই অনেক ছোট। আমি ভালো কিছুর জন্য পরিশ্রম করে যাবো সব সময়ে।
তিনি তার ফেসবুকেও এই গানের সাথে যুক্ত যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেয় তা পাঠকদের জন্য তুলে ধরা হলো:
“আপনাদের অভূতপূর্ব সাড়াই আমি অভিভূত। যারা ‘আর বউয়া হালা’ গানটি শুনেছেন তাঁদের প্রত্যকের প্রতি আমি কৃতজ্ঞ । কিছু মানুষের সস্পর্শে থেকে ভাল কিছু করার চেষ্টা করছি । এতটা ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা বার্তা পাওয়ার যোগ্য আমি নই। ক্ষুদ্র একজন শিল্পী হিসেবে সত্যই আমি অনেক আনন্দিত । আশাকরি ভবিষ্যৎ ও পাশে থাকবেন ।
চাটগাইয়া গান ‘আর বউয়া হালা’। আমার কণ্ঠে গানটি জি-সিরিজ প্রকাশ করেছে জুনের ১৮ তারিখ। গানের কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় আমান উল্লাহ আমান স্যার। সংগীতায়োজন করেছেন শ্রদ্ধেয় শাহরিয়ার রাফাত ভাই। ইউটিউবে গানটি এ পর্যন্ত ২৮ লাখের বেশি শ্রোতা শুনেছেন।”