ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃধার পরিবারকে দেয়া প্রধানমন্ত্রীর অনুদানের ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চতুল গ্রামের বাড়িতে গিয়ে সরোয়ার মৃধার স্ত্রী লাভলী বেগমের হাতে সঞ্চয়পত্রের কপি তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান।
এ সময় আব্দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের সব নেতাকর্মীর খোঁজ রাখেন। কোনো কিছুতেই শঙ্কিত- আতঙ্কিত হওয়ার কারণ নেই। ত্যাগী নেতাদের জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা প্রমুখ।