• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

করোনামুক্ত হলেন দেশসেরা ফুটবলার জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
করোনামুক্ত হলেন দেশসেরা ফুটবলার জামাল ভূঁইয়া

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে অবস্থান করছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল দেশে ফিরে আসে। কিন্তু ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান জামাল। এরপরই তিনি করোনাক্রান্ত হন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকেন।

এদিকে জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা আছে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর