রোববার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৩৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৫৬৬ বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৬৪৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি।
ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণ ও মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। আর মারা গেছেন ৩ লাখ ২৩ হাজার ৪০১ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩১ হাজার ৬৫৯ জন। আর ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৪৫ হাজার ৬১৩ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৬ হাজার ৩৫৬ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ১৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৩৪৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বের প্রায় দু’শত দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয় বিশ্বের সংক্রমিত দেশ। এ ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার করতে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এর মধ্যে মর্ডানা, অক্সফোর্ডসহ নানা প্রতিষ্ঠান করোনাভাইরাসের কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার চূড়ান্ত পথে রয়েছে বলে দাবি করছে।