পবিত্র কাবা শরিফের দরজার ডিজাইনার মুনীর আল জুন্ডি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার জার্মানির স্টুটগার্টে তিনি মারা যান।
পবিত্র কাবা শরিফের দরজার ডিজাইনার মুনীর আল জুন্ডি গত বুধবার জার্মানির স্টুটগার্টে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৩৯৯ হিজরিতে সৌদি আরবের বাদশা খালিদ বিন আবদুল আজিজের নির্দেশে কাবাঘরের দরজাটি ডিজাইন করেছিলেন মুনীর আল জুন্ডি। বাদশা আবদুল-আজিজের আমলে যে দরজাটি তৈরি হয়েছিল তা জরাজীর্ণ ছিল। তিনি কাবাঘরের ভেতরে যেখানে একটি সিঁড়ি ছাদে নিয়ে যায় সেখানে অন্য একটি দরজার কাজ করার আদেশও দিয়েছিলেন।