আজকে আমার মনটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ। বাসার জন্য খাবার কিনতে গিয়েছিলাম বনানীতে। হঠাৎ দেখলাম একটা ৮ থেকে ৯ বছরের পিচ্চি ছেলে অনেক জোরে দৌড়ে এসে হাঁপাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার কী হয়েছে? হাঁপাচ্ছ কেন? আমি আপনাকে দেখেছি, আপনার সিনেমা দেখেছি, নাটক দেখেছি, ছবি দেখেছি। সে খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিল। আমি বললাম, আমাকে কই দেখেছো? বলে ‘ব্যাচেলর পয়েন্ট’র ছবিতে দেখেছে।
একটু পর পিচ্চির মা আসলো। তিনি বললেন, ও কাবিলার ভক্ত। এরপর আমার সাথে ছবি তুলল। পিচ্চিটা নিচ থেকে আমাকে দেখে নাকি গাড়ি থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে আসছে, ওর মা ওকে খুঁজে পাচ্ছিল না!
কি যে ভালো লাগতেছে এত ছোট একটা মানুষ আমার জন্য দৌড়ে আসছে শুধু আমাকে দেখার জন্য। অবাক হলাম, এই পিচ্চিও ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখে। সে কাবিলাকে পছন্দ করে। কাবিলা ভাই আসলেই একটা কপাল নিয়ে জন্মাইসে! এই বাচ্চাটা আমার পুরো দিনটাই সুন্দর করে দিয়েছে।
(ফেসবুক থেকে সংগৃহীত)