কেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর নাইরোবিতে যথাযথ মর্যাদায় দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন।
১৬ ডিসেম্বর সকালে হাই কমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। এসময় মিশনের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিলেন।
এরপর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে হাই কমিশনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। ছবি ও ক্যাপশনের মাধ্যমে জাতির পিতার মহান জীবন ও তার কর্মকে ফুটিয়ে তোলা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’এ।
বিকেলে হাই কমিশনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির পিতা, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিজয় দিবসের বাণী পাঠ করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিবর্গের কয়েকজন দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর মুক্ত আলোচনায় অংশ নেন।
সবশেষে হাই কমিশনারের সমাপণী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার অনুষ্ঠান শেষ হয়।