• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

জনসস্মুখে করোনার ভ্যাকসিন নিবেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
জনসস্মুখে করোনার ভ্যাকসিন নিবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে করোনাভাইরাসের ভ্যাকসিন নিচ্ছেন। দেশটির জনগণের মধ্যে সংশয় দূর করতে জনসস্মুখে তিনি ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন বাইডেনের নির্বাচনী অফিস।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।

প্রকাশিত খবরে বলা হয়, ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতেই বাইডেন জনসস্মুখে ভ্যাকসিন গ্রহণ করবেন। এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়।

এর আগে বুধবার এক অনুষ্ঠানে নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই যে, করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হলেও কবে নাগাদ তারা গ্রহণ করবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। চিকিৎসকদের পরামর্শে ট্রাম্প যথাসময়েই ভ্যাকসিন নেবেন বলে মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর