অ্যাডিলেইড ওভালে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২৪৪ রানে গুটিয়ে গেছে ভারত।
টেস্টের প্রথম দিনে সফরকারী দলের ওপেনার পৃথ্বি শ (০) আর মায়াঙ্ক আগারওয়াল (১৭) আউট হলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩২ রানে ২ উইকেট। শুরুর ধাক্কা সামলে একটা সময় বিরাট কোহলির ব্যাটে বড় সংগ্রহের পথে হাঁটছিল ভারত। মিডল অর্ডারের দৃঢ়তায় ভারত একটা পর্যায়ে ৩ উইকেটেই ১৮৮ রান তুলে ফেলেছিল।
কিন্তু ১৮০ বলে ৮ বাউন্ডারিতে ৭৪ রান করে কোহলি আউট হয়ে সাজ ঘরে ফিরলে আবার ভারতকে চেপে ধরেন অসি বোলাররা। ২৩৩ রানে প্রথম দিন শেষ করে ভারত। উইকেট হারায় এদিন ৬টি। চেতেশ্বর পূজারা ৪৩ আর আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৪২ রান। দিনশেষে অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ১৫ আর ঋদ্ধিমান সাহা ৯ রান নিয়ে।
তবে দ্বিতীয় দিনে মাত্র ৪ ওভারের মতো টিকতে পেরেছে বিরাট কোহলির দল। দিনের শুরুতেই অশ্বিন আর ঋদ্ধিমান আগের দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই আউট হয়ে যান। লোয়ার অর্ডারের বাকিরাও দাঁড়াতে পারেননি। ফলে ৯৩.১ ওভারে ভারতে প্রথম ইনিংস থামে ২৪৪ রানে।
অস্ট্রেলিয়ান পেসার বোলার মিচেল স্টার্ক ৫৪ রানে ৪ উইকেট নেন। আর ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন আরেক পেসার প্যাট কামিন্স।