বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ভারতের হিলি বিএসএফ ১৮০ ক্যাম্প কমান্ডার দালবীর সিংকের হাতে মিষ্টি তুলে দেন। এসময় তারা বিজয় দিবসের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। দুই বাহিনীর বেশ কিছু সৈনিকও সেখানে উপস্থিত ছিলেন।

কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, আজ আমাদের মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে, এজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে।

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, সেজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি-বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বিজিবি-বিএসএফ। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *