যুক্তরাষ্ট্রের কুইন হাসপাতালে একজন নার্সকে ফাইজারের প্রথম টিকাটি দেয়া হয়েছে। করোনা মহামারীর সময় সম্মুখ সারিতে থেকে কাজ করা সেবিকা সান্ড্রা লিন্ডসে যুক্তরাষ্ট্রের প্রথম টিকা গ্রহণকারী।
নার্স সান্ড্রা লিন্ডসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লংস আইল্যান্ডের ইহুদী হাসপাতালের জরুরী সেবাদান বিভাগে কর্মরত । তিনি কুইনস হাসপাতালে ক্যামেরার সামনে এ টিকাটি গ্রহণ করেন।
ভ্যাকসিন নেয়ার পর তিনি বলেন ” আমি এই ভ্যাক্সিনের জন্যে অনন্ত অপেক্ষায় ছিলাম। এই ভ্যক্সিনের নিরাপত্তা নিয়ে আমি জনগণকে আত্মবিশ্বাসী করে বলতে চাই এটি নিরাপদ।