ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে নৌ চলাচল স্বাভাবিক হবে।